কলকাতা

বিধানসভায় মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন দুই বিজেপি বিধায়ক, দীর্ঘ ২০ মিনিট ধরে সাক্ষাৎ, জল্পনা তুঙ্গে

এবার কি বিজেপি ঘুরে ফের তৃণমূলে আসতে চলেছেন নোয়াপাড়া এবং বনগাঁ উত্তরের বিধায়ক? সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে তাঁদের আলোচনা নিয়েই তৈরি হয়েছে নয়া জল্পনা। যদিও এ বিষয়ে গেরুয়া শিবিরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন সুনীল সিং এবং বিশ্বজিৎ দাস। সুনীল সিং ছিলেন নোয়াপাড়ার এবং বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস। তারপর গেরুয়া শিবিরে যোগ দেন তাঁরা। তবে সোমবার বিধানসভার অধিবেশনের একেবারে শেষ দিনে অন্য ছবি দেখা গেল। এদিন সকালে বিশ্বজিৎ দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তারপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে যান দুই বিজেপি বিধায়ক। সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা নেতৃত্ব। ছিলেন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক। প্রায় ২০ মিনিট কথা হয় তাঁদের। এরপরেই খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিককে নিজের ঘরে ডেকে নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এদিকে মুখ্যমন্ত্রীর ঘরে ঢোকেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এরপরেই জল্পনা শুরু হয় বিজেপির দুই বিধায়কের তৃণমূলে ফেরা নিয়ে।