কলকাতা

দোলাচলে আব্বাস, বাম-কংগ্রেস আসনরফা চূড়ান্ত

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে জোট চূড়ান্ত হল। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের সদর দফতরে দু’পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, নেপাল মাহাতো এবং বামেদের তরফে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম। বৈঠক শেষে দু’তরফেই জানানো হয়, বাম-কংগ্রেসের আসন রফা চূড়ান্ত হয়েছে। কিন্তু এখনই সে সংক্রান্ত কোনও ঘোষণা করা হচ্ছে না। কারণ, অনেক ছোট ছোট দল এই জোটে শামিল হতে চাইছে। তাই সেই বিষয়টিকে মাথায় রেখে এখনই আসন বন্টনের বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই দু’পক্ষের তরফে দাবি করা হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ”২০২১-এর নির্বাচনে আমরা চাই বাম-কংগ্রেস-আইএসএফ মিলে একসঙ্গে লড়াই করুক। সামগ্রিক বোঝাপড়ার ভিত্তিতে আসন রফা করা হবে।”এদিন আসন রফা নিয়ে অধীর চৌধুরী বলেন, ‘আমাদের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত হয়েছে। তবে কে, কত আসনে লড়বে এখনই তা বলতে চাই না। কারণ অনেক ছোট ছোট দল জোটের প্রতি আস্থা প্রকাশ করে আসতে চাইছে। জোটে শামিল হলে তাদের জন্যেও কিছু আসন ছাড়তে হবে। তাই পরে যাতে সে বিষয় নিয়ে কোন বির্তক তৈরি না হয় সেজন্য সংখ্যাটা এখনই বললাম না।’ জানা গেছে, ওই দলগুলির মধ্যে রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), জনতা দল সেকুলার (জেডিএস) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। তবে এই জোটে নিজেদের অন্তর্ভূক্তি নিয়ে এখনও সংশয়ে রয়েছে আব্বাস ঊদ্দিন সিদ্দিকির আইএসএফ। এই দলের তরফে জানানো হয়েছে, এই জোটের বিষয়ে বুধবার তারা চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করবে।