মালদা

রূপ-সনাতনের মূর্তি বসিয়ে গুপ্ত বৃন্দাবনের সুদৃশ্য তুলে ধরার উদ্যোগ

হক জাফর ইমাম, মালদা: চৈতন্যদেবের আগমন মালদায় স্মৃতির উদ্দেশ্যে রূপ-সনাতনের মূর্তি বসিয়ে এবং বিভিন্ন মূর্তির মাধ্যমে গুপ্ত বৃন্দাবনের সুদৃশ্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে রামকেলি মন্দির কর্তৃপক্ষ। শ্রীশ্রী নিতাই গৌর সংঘ আশ্রম পরিচালিত রূপ সনাতন মিলন মন্দির ও বৈষ্ণব শাস্ত্র চর্চা কেন্দ্র কর্তৃপক্ষ এবারে রামকেলি উৎসবে চৈতন্য মহাপ্রভুর কেন মালদার গৌড়ে এসেছিলেন তা নিয়েই বিভিন্ন মূর্তির মাধ্যমে ভক্তদের কাছে কিছু দৃশ্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে।  ৫০৫ বছর পুরনো ঐতিহ্য সমৃদ্ধ মালদার ইংরেজবাজার ব্লকের মহদিপুর গ্রাম পঞ্চায়েতের রামকেলি এলাকায় রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন। তার সঙ্গে রয়েছে মহাপ্রভুর বিগ্রহ সহ বিশাল মন্দির । সোমবার সকালে তার নিজস্ব অফিস ঘরে রূপ সনাতন মূর্তির একটি প্রতিলিপি দেখেন মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা মালদা ইংরেজবাজার পৌরসভার পৌর পিতা নিহার রঞ্জন ঘোষ ।তাঁর সঙ্গে ছিলেন গৌড় নিতাই সংঘ আশ্রম পরিচালিত রামকেলি মন্দিরের প্রধান সেবাইত রঘুনাথ দাস। বিধায়ক নিহার ঘোষ বলেন, ১৫ জুন থেকে শুরু হবে চৈতন্য মহাপ্রভুর উৎসব।  সাত দিন ধরে ধুমধাম করে এইসব পরিচালনা করে থাকেন নিতাই গৌরাঙ্গ রূপ সনাতন মিলন মন্দির ও বৈষ্ণব শাস্ত্র চর্চা কেন্দ্র কর্তৃপক্ষ। সেখানেই ভক্তদের মূর্তি প্রদর্শন ক্ষেত্র । কীর্তনের পালা গান এবং পূজার ব্যবস্থা হয়ে থাকে । এরই মধ্যে মহাপ্রভুর মালদায় আগমন এবং রূপ সনাতনের আবির্ভাব কেন ঘটেছিল সেই সম্পর্কিত বিশদ তথ্য এবার কিছু মূর্তির মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। মহদিপুর গ্রাম পঞ্চায়েত, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষের উদ্যোগে এই কাজ হতে চলেছে। রামকেলি উৎসব নিয়ে খুব শীঘ্রই পুলিশ ও প্রশাসনের সঙ্গে আলোচনায় বসা হবে।  ভক্তবৃন্দদের যাতে কোন রকম সমস্যা না হয় ।সেদিকেও লক্ষ্য রেখে নানান ধরনের ক্যাম্প তৈরির উদ্যোগ নেওয়া হয়ে থাকে। রামকেলি মন্দিরের প্রধান সেবাইত রঘুনাথ দাস বলেন,  এখানে গুপ্ত বৃন্দাবন তুলে ধরা হবে রূপ সনাতনের মূর্তির মাধ্যমে । পাশাপাশি মহাপ্রভুর পাদুকা চিহ্ন রয়েছে এখানে। নাটমন্দির , চারতলা গর্ভমন্দির রয়েছে। ভক্তেরা নাট মন্দির প্রদর্শন করতে পারবেন । বৈষ্ণব শাস্ত্র চর্চা , রাধামোহনের উদ্যান দেখতে পাবেন ভক্তেরা । ভগবত মূর্তি প্রদর্শনী ক্ষেত্র ঘুরে দেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও লিফটের মাধ্যমে বয়স্ক ভক্তদের চারতলা মন্দিরে ওঠানামার ব্যবস্থা রয়েছে। মন্দিরের প্রধান সেবাইত রঘুনাথ দাস বলেন,  অনেকেই জানেন না রূপ সনাতন সম্পর্কে । চৈতন্য মহাপ্রভু কেন মালদার গৌড়ে এসেছিলেন। কিভাবে সৃষ্টি হল রামকেলি উৎসব।  সেই সব বিষয়কে লক্ষ্য রেখেই ৫০৫ বছরের পুরনো মহাপ্রভুর উৎসবের মাধ্যমে সমস্ত বিষয়গুলি ভক্তদের কাছে তুলে ধরা হবে।