আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯১ বিধানসভা আসনের তালিকা প্রকাশ করলেন মমতা। ৫০ জন মহিলা প্রার্থী, ৪২ জন মুসলিম প্রার্থী ৭৯ জন তফসিলি জাতি ও তফসিলি উপজাতি প্রার্থী ১৭ জন।এদিন দুপুর ১ টা থেকে দীর্ঘ মিটিং-এর পর নির্বাচন ঘোষণার প্রায় এক সপ্তাহের মধ্যেই পূর্নাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। নতুন-পুরানো ও তারকা মিলিয়ে এবারের বিধানসভা ভোটে কার্যত আনুষ্ঠানিক ভাবে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। বাকি তিন আসন ছাড়া হয়েছে মোর্চাকে। কার্শিয়াং, কালিম্পং ও দার্জিলিং ছেড়ে দেওয়া হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চাকে ।
একনজরে দেখে নিন তৃণমূলের প্রার্থী তালিকা
নন্দীগ্রাম- মমতা বন্দ্যোপাধ্যায়
দমদম উত্তর- চন্দ্রিমা ভট্টাচার্য
রাজারহাটে- অদিতি মুন্সি
শিবপুর-মনোজ তিওয়ারি
ব্যারাকপুর- রাজ চক্রবর্তী
উলুবেরিয়া পূর্ব-বিদেশ বসু
সোনারপুর দক্ষিণ-লাভলি মিত্র
বাঁকুড়া- সায়ন্তিকা
বেহালা পূর্ব- রত্না চট্টোপাধ্যায়
রাণাঘাট-শঙ্কর সিং
পাণিহাটি- নির্মল ঘোষ
কামারহাটি- মদন মিত্র
বেহালা পশ্চিম- পার্থ চট্টোপাধ্যায়
জোড়াসাঁকো- বিবেক গুপ্ত
ঝাড়গ্রাম- বীরবাহা হাঁসদা
শিবপুর – মনোজ তিওয়ারি
উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক
ঝাড়গ্রামে বীরবাহা হাঁসদা
রাসবিহারী- দেবাশিস কুমার
পাণ্ডুয়ায় রত্না দে নাগ
বিধাননগর- সুজিত বসু
মেটিয়াবরুজ- খলিলুর রহমান
কাশীপুর-বেলগাছিয়া- অতীন ঘোষ
কৃষ্ণনগর উত্তর- কৌশানি মুখোপাধ্যায়
শিলিগুড়ি ওমপ্রকাশ মিশ্র
চণ্ডীপুরে সোহম চক্রবর্তী
ডেবরা- হুমায়ুন কবীর
মুর্শিদাবাদ- ইদ্রিশ আলি
মন্তেশ্বর- সিদ্দিকুল্লা চৌধুরী
আসানসোল- দক্ষিণ সায়নী
এন্টালি- স্বর্ণকমল সাহা
ইংরেজবাজার- কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
মেমারি- মধুসূদন ভট্টাচার্য
স্বরূপনগর- হিনা মণ্ডল
সিঙ্গুর- বেচারাম মান্না