একদিকে মোদির ব্রিগেড, অন্যদিকে মমতার সিলিন্ডার মিছিল। হাইভোল্টেজ রবিবারের সাক্ষী থাকল রাজ্যবাসী। আজ শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে প্রতীকী সিলিন্ডার নিয়ে মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ব্রিগেডে মোদির আক্রমণের কিছু সময় পরেই উত্তরবঙ্গ থেকে পাল্টা দিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, কোনও উন্নয়নের কাজ করতে আসেন না প্রধানমন্ত্রী, এখানে আসেন শুধু কুৎসা করতে। তারপরই জ্বালানির দাম বৃদ্ধির প্রসঙ্গে মোদি সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এলপিজি, পেট্রোল, ডিজেলের দাম দাম কেন বাড়ছে তার জবাব চান তৃণমূলনেত্রী। বিদ্রুপ করে বলেন, বিনা পয়সায় চাল দিচ্ছে রাজ্য সরকার। আর সেই চাল ফুটছে ৯০০ টাকার গ্যাসে। এরপরই প্রধানমন্ত্রীকে মমতার চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে মুখোমুখি এসে বসুন। তিনি বলেন, ‘১:১ খেলা হবে, কে কত খেলতে পারে দেখব।’ ব্রিগেড থেকে সিন্ডিকেট ইস্যুতে সুর চড়িয়েছিলেন মোদি। তার ঠিক ঘণ্টাখানেকের মধ্যেই মোদি-অমিত শাহকে বড় সিন্ডিকেট-তোলাবাজ বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সব রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিক্রি করে দিচ্ছে তারা। আগামী দিনে পাঁচটি রাজ্যের নির্বাচনে সবকটিতে হারবে বিজেপি বলে দাবি করেন তৃণমূলনেত্রী। ভাষণের শেষে মোদির ‘খেলা হবে’ প্রসঙ্গকেই ফিরিয়ে দেন মমতা।