জেলা

চাকদায় রেল অবরোধ বিজেপির, বাতিল ২২টি ট্রেন

যুবক খুনকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল নদিয়া জেলার চাকদা। মৃতকে দলীয় প্রার্থী বলে দাবি করে শনিবার সকালে দীর্ঘক্ষণ রেল এবং রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী, সমর্থকরা। তার জেরে শিয়ালদা-কৃষ্ণনগর মেইন শাখায় বাতিল করতে হয়েছে মোট ১১ জোড়া ট্রেন। পরিবারের বয়ান অনুযায়ী, সন্তু ঘোষ নামে ২৪ বছরের ওই যুবকের সন্ধানে শুক্রবার রাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর বাড়ি যায়। তারপর তাঁকে ফোন করে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায় তারী। কিছুক্ষণ পরই বাড়ি থেকে কিছু দূরে কৃষিজমির উপর সন্তুর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা। যদিও সন্তুর পরিবারের দাবি, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। শাস্তি দেওয়ার দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক এবং রেললাইনের উপর অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপি কর্মী, সমর্থকরা। অবরোধের জেরে শিয়ালদা-কৃষ্ণনগর মেইন শাখায় ২২টি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। ৩৪ নম্বর জাতীয় সড়কেও দীর্ঘ যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।