দেশ

সর্বসম্মতভাবে ওয়াইএসআরসিপি-র সংসদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হলেন জগনমোহন রেড্ডি

আজ সর্বসম্মতভাবে ওয়াইএসআর কংগ্রেস পার্টি বা ওয়াইএসআরসিপি-র সংসদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হলেন জগনমোহন রেড্ডি। আগামী ৩০ তারিখ বালাজির শহর তিরুপতিতে অন্ধ্র প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অন্ধ্রের প্রয়াত মুখ্যমন্ত্রীর ছেলে জগনমোহন রেড্ডি। সংসদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত সাংসদ এবং বিধায়কদের সামনে ভাষণ দিতে গিয়ে ওয়াইএসআরসিপি সুপ্রিমো এদিন বলেছেন, ‘‌অন্ধ্র প্রদেশের নির্বাচনী ফল দেখিয়েছে যারা অন্যায় করে তাদেরকে ঈশ্বর শাস্তি দেয়।’‌ ২০১৪ সালের লোকসভা এবং বিধানসভা ভোটের পর জগন অভিযোগ করেছিলেন, তাঁর দলের ২৩ জন বিধায়ক এবং তিনজন সাংসদকে অর্থের বিনিময়ে কিনে নিয়েছেন নাইডু। তাঁর কটাক্ষ, ‘‌এখন টিডিপির সেই ২৩জন বিধায়ক এবং তিনজন সাংসদই আছেন। আর দেখুন ফলও ২৩ তারিখ বেরিয়েছে। ‌ঈশ্বর ২৩ সংখ্যা নিয়ে একটা সুন্দর চিত্রনাট্য লিখেছেন।’‌