জেলা

‘হেলথ সার্ভিস কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি’-র উদ্যোগে হাওড়া জেলা হাসপাতালে চালু হল ক্যান্টিন

সজল ব্যানার্জি, হাওড়াঃ অন্যান্য হাসপাতাল এর মতো  হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের জন্য এতদিন ক্যান্টিনের ব্যবস্থা ছিল না। এবার ‘হেলথ সার্ভিস কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি উদ্যোগে হাওড়া জেলা হাসপাতালে চালু হলো ক্যান্টিন । হাসপাতালের ক্যান্টিনেই নামমাত্র খরচে উপাদেয় খাবার মিলবে। শনিবার বিকেলে হাওড়া জেলা হাসপাতালে এই ক্যান্টিনের শুভ উদ্বোধন করেন সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা হাসপাতালের সুপার ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায়, প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র, রাজ্য সমবায় নিবন্ধক নির্মাল্য কুমার ঘোষ, হাওড়া জেলা সমবায় ইউনিয়নের সভাপতি সৃষ্টিধর ঘোষ, রাজ্য সমবায় ইউনিয়নের ডিরেক্টর সঞ্জীব কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন এর পাশাপাশি হাসপাতালের ই-পরিষেবা সহ নানাবিধ পরিষেবার সূচনা করেন মন্ত্রী। মন্ত্রী অরূপ রায় বলেন, এখানে যে ক্যান্টিন পরিষেবার সূচনা হয়েছে তাতে অনেক সুবিধা হবে। এই উদ্যোগের সাধুবাদ জানাই। সারা রাজ্যে ৩৩ হাজারেরও বেশি ক্রেডিট সোসাইটি রয়েছে। সোসাইটি অনেক ভাল কাজ করছে। তিনি বলেন, এই ক্যান্টিন তৈরি হওয়ার ফলে হাসপাতালের কর্মীদের যেমন খেতে সুবিধা হবে, তেমনি রোগীর আত্মীয়রা খুব কম মূল্যে সেখান থেকে খাওয়ার সুযোগ পাবেন । মন্ত্রী জানান, ২৫ টাকার সবজি ভাত, ৪০ টাকায় মাছ ভাত, ৫০ টাকায় মুরগির মাংস ভাত ও ৭০ টাকা খাসির মাংস ভাত ছাড়াও অন্যান্য খাবার পাওয়া যাবে। দেখুন ভিডিও –