রাজ্য জুড়ে বিক্ষোভ-আন্দোলন অব্যাহত। এর মধ্যেই আবার মালদার প্রার্থী বদলের দাবিতে এবার দলের প্রধান কার্যালয়ে ধরনায় বসলেন কয়েকশো বিজেপি কর্মী-সমর্থকরা। বিক্ষোভকারীদের কাছ থেকে আপাতত ২৫ তারিখ পর্যন্ত ধৈর্য্য ধরার পরামর্শ দিলেন জেলা সভাপতি। ভোটের মুখে বিড়ম্বনায় গেরুয়াশিবির। মালদা বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী গোপাল সাহা। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন দলের কর্মী-সমর্থক একাংশ। তাঁদের বক্তব্য, মালদহ বিধানসভা কেন্দ্রে যাঁকে প্রার্থী করা হয়েছে, তিনি দুর্নীতিগ্রস্থ। নিজের নামে SC-ST ও OBC দুটি সার্টিফিকেটও করিয়ে রেখেছেন। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক নেই। প্রার্থী বদল করা না হলে কেউ ভোটে কাজ করতে চাইছে না। এদিন মালদহ জেলা বিজেপি সদর দপ্তর শ্যামাপ্রসাদ মুখার্জী ভবনে সামনে রীতিমতো ধরনায় বসে পড়েন কয়েকশো কর্মী-সমর্থকরা। স্লোগান ওঠে, ‘গোপাল সাহা দূর হটো’। বিক্ষোভকারীদের দাবি, জেলা নেতৃত্বের তরফে জানানো হয়েছে, প্রার্থী বদলের জন্য় প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। ২৫ মার্চ পর্যন্ত ধৈর্য্য রাখার পরামর্শ দিয়েছে জেলা সভাপতি। কিন্তু তারপরে যদি প্রার্থী বদল না হয়, সেক্ষেত্রে ফের আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির বিক্ষুদ্ধ কর্মী-সমর্থকরা