জেলা

‘টাকা বিলোচ্ছে বিজেপি, ধরতে পারলেই চাকরি-পুরস্কার’, প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের

সাম্প্রতিক প্রতিটা সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন, বাইরে থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। রাতের অন্ধকারে টাকাও বিলোচ্ছে। তা নিয়ে বারবার সতর্ক করছেন দলীয় নেতা-কর্মী, মা-বোনেদের। তবে, বুধবার বাঁকুড়ার সভা থেকে চমকপ্রদ ঘোষণা করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন, ‘বিজেপি টাকা বিলোচ্ছে, সতর্ক থাকুন। এই টাকা বিলোনো ধরতে পারলেই পুরস্কার-চাকরি মিলবে।’ যদিও ভোটের মাঝে মুখ্যমন্ত্রী এমন প্রতিশ্রুতি দিতে পারেন কিনা, তা নিয়েই প্রশ্ন তুলেছে বিজেপি। বাঁকুড়ার তিনটি সভাতেই মমতার গলায় একসুর শোনা যায়। তিনি বলেন, ‘বিজেপি টাকা দিচ্ছে। টাকা দিলে নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, ওটা আপনারই টাকা। তবে টাকা নিলেও ভোট দেবেন না। ওরা বলতে পারে, কোথায় ভোট দিচ্ছিস, আমরা দেখতে পাব। একদম বিশ্বাস করবেন না সে কথা। পুরোটাই মিথ্যে কথা। কিচ্ছু দেখতে পাবে না। তাই যদি বলে খরচ দিচ্ছি, ওদেরই উল্টে খরচ করে দেবেন। কিন্তু ভোটটা জোড়া ফুলেই দেবেন।’বিজেপিকে তুমুল আক্রমণ শানিয়ে তৃণমূল নেত্রী আরও বলেন, ‘বিজেপি গোটা দেশের সব নেতাদের নিয়ে বাংলায় পড়ে আছে। কোটি কোটি টাকা খরচ করছে। কাল দেখলাম বিজেপি নেতা বলছে, খরচ দিয়ে দেব। উলটে ওঁদের বলুন, ওদের খরচা করে দেব। টাকা দিয়ে ভোট দেবেন না, পাপ হবে। ওদের টাকা পাপের টাকা। ভোটের আগে টাকা নিয়ে নামবে।’ এরপরই মমতা রীতিমতো প্রতিশ্রুতির ঢঙে বলেন, ‘আমার মা-বোনেরা সতর্ক থাকবেন, রাতের অন্ধকারে ওরা টাকা দিতে আসবে, ওদের হাতেনাতে ধরুন। ধরে দিতে পারলেই পুরস্কার-চাকরি পাবেন।’