কলকাতা জেলা

এবার তৃতীয় দফার ভোটে ৩ জেলার ৩১ কেন্দ্রে জারি ১৪৪ ধারা, পর্যবেক্ষকদের কড়া নির্দেশ

এবার তৃতীয় দফার ভোটের আগে ১৪৪ ধারা জারি। দ্বিতীয় দফায় শুধুমাত্র নন্দীগ্রাম ও তমলুকে ১৪৪ ধারা জারি করেছিল কমিশন। কিন্তু তৃতীয় দফায় তিন জেলার মোট ৩১টি কেন্দ্রেই জারি করা হল ১৪৪ ধারা। তৃতীয় দফার ভোটগ্রহণ মঙ্গলবার ৩ জেলার ৩১ বিধানসভা কেন্দ্রে। দক্ষিণ ২৪ পরগনায় ১৬, হাওড়ার ৭ এবং হুগলির ৮টি আসনে হবে ভোট। ওই সমস্ত বিধানসভা এলাকায় সোমবার সন্ধে ৬টা থেকেই জারি করা হল ১৪৪ ধারা। দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি বুথই স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে। বুথের ২০০ মিটার পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। নিরাপত্তায়, সর্বাধিক ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই জেলায়। অন্যদিকে হাওড়া ও হুগলির প্রতিটি বুথের ১০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন।

তৃতীয় দফায় পর্যবেক্ষকদের জন্য ১০ দফা নির্দেশ বিবেক দুবের

১. কোনও পর্যবেক্ষক কোনও রাজনৈতিক দলের সঙ্গে একান্তে দেখা করতে পারবেন না। 

২. কারও সঙ্গে লাঞ্চ বা ডিনারে যেতে পারবেন না।
 
৩. তাঁর রুমে কোন রাজনৈতিক ব্যক্তি বা অন্য কোন ব্যক্তির সঙ্গে দেখা করতে পারবেন না। দেখা করতে হলে হোটেলের লাউঞ্জে বসে কথা বলতে হবে।

৪. কারও কাছ থেকে কোন উপহার নিতে পারবেন না।

৫. রাজনৈতিক ব্যক্তির সাথে আলাদা করে দেখা করা যাবে না।

৬. ব্যক্তিগতভাবে কোনও কাজ করা  যাবে না। সবকিছু করতে হবে প্রকাশ্যে।

৭.  ভোটের দিন বা যে কোনও দিন কারও কাছ থেকে খাবার, বিশেষ করে পানীয় নিয়ে খাওয়া যাবে না।

৮. ভোটের দিন কোনো পর্যবেক্ষক রুমে বসে থাকবে না। তাকে এলাকায় এলাকায় ঘুরতে হবে, সাহস যোগাতে ভোটারদের সঙ্গে কথা বলতে হবে। 
একইসঙ্গে পরিস্থিতি জানতে স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলতে হবে।

৯. কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এলে পত্রপাঠ তাকে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যেই এক মহিলা অফিসারের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য একজন পর্যবেক্ষককে ফিরিয়ে দেওয়া হয়েছে।