জেলা

এনকাউন্টার মন্তব্যে জের, বিজেপির জেলা সভাপতিকে শোকজ করল কমিশন

‘২ তারিখের পর এখানকার তৃণমূল নেতাদের কুকুরের মত তাড়িয়ে তাড়িয়ে মারা হবে’

এবার বিজেপি জেলা সভাপতিকে শোকজ করল নির্বাচন কমিশন । ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে শোকজের উত্তর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । গতকাল নানুরের বাসাপাড়ায় একটি পথসভা থেকে বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷ বলেন, “দুই তারিখের পর উত্তরপ্রদেশের মত এনকাউন্টার করা হবে ৷” বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করে তৃণমূল ।রবিবার বিকেলে নানুর বিধানসভা বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার সমর্থনে বাসাপাড়া একটি পথসভা ছিল । সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অনুপম হাজরা, জেলা সভাপতি ধ্রুব সাহা প্রমুখ । পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জেলা সভাপতি বলেন, “উত্তরপ্রদেশে যেমন এনকাউন্টার হচ্ছে ২ তারিখের পর এখানেও হবে ।” ২ তারিখের পর এখানকার তৃণমূল নেতাদের কুকুরের মত তাড়িয়ে তাড়িয়ে মারা হবে । পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করবে ।” এই মন্তব্য নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে ।