ভোটের প্রচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে। তাঁর মধ্যেই সোমবার সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। ভোটের উত্তাপের মধ্যেই এ দিন ভূমিকম্পের জেরে প্রবল আতঙ্কিত হয়ে পড়েন সমতল থেকে পাহাড়ের বাসিন্দারা। এ দিন রাত ৮টা ৪৯ মিনিট নাগাদ কেঁপে ওঠে শিলিগুড়ি, জলপাইগুড়ি কোচবিহার-সহ উত্তরবঙ্গের জেলাগুলি। বিহার, অসম, সিকিমের পাশাপাশি নেপাল এবং ভুটান, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশে কম্পন অনুভূত হয়েছে।এ দিন ভূ-কম্পন অনুভূত হওয়ার পরে মুখ্যমন্ত্রীকে ফোন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ট্যুইট করে রাজ্যপাল জানিয়েছেন, “তৃণমূল কংরেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শিলিগুড়িতে রয়েছেন। উত্তরবঙ্গে ৬.১ মাত্রার ভূমিকম্প হওয়ার পরে তিনি কেমন আছেন জানতে ফোন করেছিলাম। তিনি সুস্থ এবং ভাল আছেন জেনে স্বস্তি পেয়েছি।”