কলকাতা

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিল নির্বাচন কমিশন, ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চাইল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিল নির্বাচন কমিশন ৷ নির্বাচনী প্রচারে সংখ্যালঘুদের উদ্দেশ্য করে ভোট দেওয়ার জন্য মমতার আবেদনের প্রেক্ষিতে এই নোটিস দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রীকে 48 ঘণ্টার মধ্যে এর উত্তর দিতে বলা হয়েছে ৷ এই নিয়ে ভারতীয় জনতা পার্টির তরফে অভিযোগ দায়ের করা হয় নির্বাচন কমিশনের কাছে ৷ আর সেই অভিযোগ খতিয়ে দেখার পর নির্বাচন কমিশন নোটিস দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ বিজেপির অভিযোগ, গত 3 এপ্রিল হুগলির তারকেশ্বরে নির্বাচনী জনসভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের কাছে আবেদন করেন যে তারা যেন অন্য দলগুলিকে ভোট দিয়ে নিজেদের ভোট ভাগ করে না দেয় ৷ বিজেপি নেতা মুখতার আব্বাস নকভির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই অভিযোগ জানিয়ে আসে ৷ এর পর নির্বাচন কমিশনের তরফে তৃণমূল নেত্রীকে নোটিস দিয়ে বলা হয়েছে যে বিজেপির অভিযোগ ও মমতার ভাষণ খতিয়ে দেখেছে তারা ৷ ওই বক্তৃতার মাধ্যমে মমতা নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণ বিধি ভেঙেছেন ৷ কোন কোন ধারা লঙ্ঘন করা হয়েছে সেটাও ওই নোটিসে উল্লেখ করা হয়েছে ৷ একই সঙ্গে নোটিসের শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী প্রচারে কোনও ধর্মকে উল্লেখ করে কোনও রাজনৈতিক দল বা কোনও প্রার্থী কোনও কথা বলতে পারেন না ৷ সেটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার মধ্যে পড়ে ৷ আর সেই কারণে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করলেন, এখন সেটাই জানতে চায় নির্বাচন কমিশন ৷ উত্তর দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে 48 ঘণ্টা সময় দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে ৷ উত্তর না দিলেন কমিশন তাঁকে না জানিয়েও কোনও সিদ্ধান্ত নিয়ে নেবে জানিয়ে দিয়েছে ৷