হাসি ফিরল পাঁচ বছরের ছোট্ট রাঘবীর মুখে। কয়েকদিন আগেই ছোট্ট মেয়েটা ভিডিও বার্তায় কাঁদতে কাঁদতে বলেছিল, ‘নকশাল কাকু, আমার বাবাকে ফিরিয়ে দাও প্লিজ।’ ছোট্ট সেই মেয়েদের আবেদনেই নকশালদের মন গলল কি না, জানা নেই। তবে বন্দি করার পাঁচ দিন পর ছত্তীশগড়ের বিজাপুর থেকে অপহৃত সিআরপিএফ জওয়ান রাকেশ্বর সিং মানহসকে মুক্তি দিল মাওবাদীরা। মাওবাদী ডেরায় বন্দিদশা কাটিয়ে অবশেষে মু্ক্তি পেলেন অপহৃত জওয়ান রাকেশ্বর সিং মানহাস। গত শনিবার ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে মাওবাদী হামলায় ২২ জন নিরাপত্তা জওয়ান নিহত হন। জখম হন বহু। হতাহতদের মধ্যে রাকেশ্বর না থাকায় প্রবল উদ্বেগ, উত্কণ্ঠা ছড়ায়। পরে জানা যায়, তাঁকে অপহরণ করেছে মাওবাদীরাই। তাঁর স্ত্রী, আরও অনেকে কোনও ক্ষতি না করে রাকেশ্বরের নিরাপদ মুক্তির দাবি করেছিলেন। অবশেষে মাওবাদীরা সেই আবেদনে কর্ণপাত করেছে বলে মনে হয়। আজ বিকালে তিনি ছাড়া পান। একটি সূত্রের দাবি, ১০০ ঘণ্টার ওপর মাওবাদীদের ডেরায় কাটিয়েছেন তিনি। জনৈক সিআরপিএফ অফিসার সংবাদমাধ্যমকে জানান, এদিন বিকাল ৫ টা নাগাদ গভীর জঙ্গলে রাকেশ্বরকে ছেড়ে দেয় মাওবাদীরা। সেখান থেকে নিরাপদে বিজাপুরে সিআরপিএফের ক্যাম্পে নিয়ে আসা হয়েছে তাঁকে। একটি সূত্রের খবর, সিআরপিফের মাওবাদী দমনে প্রশিক্ষণপ্রাপ্ত কোবরা বাহিনীর এই কম্যান্ডো শনিবারের এনকাউন্টারে জখম ৩২ জন জওয়ানের মধ্যেই ছিলেন। সেখান থেকে তাঁকে তুলে নিয়ে যায় মাওবাদীরা।