জেলা

‘কাউকে ছেড়ে কথা বলব না, দোষীরা শাস্তি পাবেই’, মাথাভাঙায় মৃতদের পরিবারের পাশে মমতা

নিষেধাজ্ঞা ওঠার পড়েই শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত পরিবারের পাশে মমতা। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ মাথাভাঙা হাসপাতালের পাশের মাঠে পৌঁছন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির ছিলেন শীতলকুচির ১২৬ নম্বর বুথে নিহত চারজনের পরিবারের সদস্যদের সঙ্গে করলেন তিনি। আপনজনের মতো তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। খোঁজ নেন পরিবারের প্রত্যেকের। একেবারে তাঁদের ঘরের মেয়ে হয়ে যান তিনি। সেই মঞ্চ থেকেই সদর্পে মমতার ঘোষণা, ক্ষমতায় এলে নিজে এই ঘটনার তদন্ত করাব। ওই শহিদ মঞ্চে হাজির হয়েছেন বচর ১৮ যুবক আনন্দ বর্মনের দাদু ও মামা। মমতাকে সামনে দেখেই কান্নায় ভেঙে পড়েন শীতলকুচির জোড়পাটকাটি গ্রামের নিহত ৪জন পরিবারের সদস্যরা। মাথাভাঙা হাসপাতালের পাশের মাঠে তৈরি হয়েছে শহিদ মঞ্চ। সেখানেই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই তিনি জানিয়েছেন, ‘শীতলকুচি কাণ্ডে ক্ষমতায় ফিরলেই তদন্ত করব।’

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/367526804507545