দেশ

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন জারির পথে হাঁটবে না কেন্দ্র, জানালেন নির্মলা সীতারামন

দেশ দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। কোভিড আক্রান্তের সংখ্যা ঠেকাতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, সারা দেশে আর কোনও দীর্ঘ লকডাউন করা হবে না। অনেকেই মনে করছেন যে ফের একবার গত বছরের মতো দীর্ঘ লকডাউন জারি করা হতে পারে কিন্তু এ বছর আর সেইরকম কোনও কিছু হবে না। এবার দেশের বিভিন্ন প্রান্তে কনটেনমেন্ট জোনের উপর জোর দেওয়া হবে। কোভিড সংক্রমণ যেভাবে জাঁকিয়ে বসেছে গোটা দেশে তা থেকে নাগরিকদের বাঁচাতে কেন্দ্র বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দ্রুত সকলকে ভ্যাকসিন দিতে হবে। দেশে করোনা পরীক্ষা আরও বাড়ানো হয়েছে। কোভিড সংক্রান্ত সমস্ত নিয়মবিধি গুলি দেশের নাগরিকদের মেনে চলার কথাও স্বরণ করান তিনি। দেশের অর্থনীতি যাতে থমকে না যায় সেই বিষয়টি দেখা হচ্ছে। তাই দীর্ঘ লকডাউন করা হবে না। করোনা রোগীদের এবং তাঁদের পরিবারের লোকেদের কোয়ারেন্টাইনে রাখতে হবে। হোম আইসোলেশনের ক্ষেত্রে জোর দেওয়া হবে। প্রসঙ্গত, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ২৪৮ জন। ১ হাজার ২৫ জন গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন। দেশের বিভিন্ন রাজ্যে করোনা নিয়ে নানা সতর্কতামূলক প্রচার করা হলেও নাগরিকদের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। যা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। চিকিত্‍সকরাও বারবার নাগরিকদের করোনা নিয়ে সতর্ক করছেন।