জেলা

‘রানাঘাটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মধ্যাহ্নভোজ বিজেপি প্রার্থীর’! ছবি ফাঁস করে কমিশনে নালিশ মহুয়ার

আগামীকাল ভোটের আগে সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে চতুর্থ দফায় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল বলে প্রথম থেকেই অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তা ছাড়াও বারংবার বিভিন্ন বিধানসভা এলাকায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রীয় জওয়ানরা গ্রামবাসীদের ভয় দেখাচ্ছে বলেও দাবি করেছেন তিনি। এমনই গুরুতর অভিযোগের মধ্যেই এবার ছবি ফাঁস করে আরও মারাত্মক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।শুক্রবার ট্যুইটারে একটি ছবি শেয়ার করেছেন মহুয়া। সেখানে দেখা গিয়েছে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটের আগেরদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস বসে রয়েছেন। সঙ্গে রয়েছেন আরও কয়েকজন বিজেপি কর্মী। তাঁরা একসঙ্গে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন বলেছেন মহুয়া। এই ছবি শেয়ার করে এমনই অভিযোগ করেছেন মহুয়া মৈত্র। ট্যুইটারে তিনি নির্বাচন কমিশনকে ট্যাগ করে এই ঘটনার উচিত শাস্তি ও তদন্তের দাবি করেছেন। যদিও বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের দাবি, কয়েকদিন আগে ধানতলার রাবণপোতা গ্রামে দলের এক কর্মীর বাড়িতে খেতে যান তিনি। সেখানে কেন্দ্রীয় বাহিনীর কেউ ছিল না। তাঁর সঙ্গে জলপাই রঙের পোশাকে যাঁরা ছিলেন, তাঁরা অসীম বিশ্বাসেরই নিরাপত্তারক্ষী।  অসীম বিশ্বাস জানিয়েছেন ওই রক্ষীরা নিজেদের খাকি পোশাক ধুয়ে দেওয়ায় ওইসময় জলপাই রঙের পোশাক পরেছিলেন, যুক্তি বিজেপি প্রার্থীর। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস এনিয়ে মিথ্যে রাজনীতি করছে।