কলকাতাঃ কলকাতার বিভিন্ন অংশে শুরু হয়ে গিয়েছে স্বস্তির বৃষ্টি। বজ্র-বিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত হবে হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী ২-৩ ঘণ্টার ধরে হবে এই ঝড়-বৃষ্টি। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় আসতে পারে বলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস। জানা গিয়েছে, স্থানীয় মেঘের জন্যই এই বৃষ্টি। গত কয়েক দিন ধরে তাপমাত্রার পারদ চড়ছিল, সঙ্গে ছিল আর্দ্রতা। যার জন্য অস্বস্তিকর গরম জেরবার হচ্ছিলেন প্রত্যেকে।