করোনা রুখতে দেশবাসীকে সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। সকলকে মাস্ক পরার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। কিন্তু, করোনা কাঁপুনি সত্ত্বেও অনেক দেশবাসীই মাস্ক না পরে বেরোচ্ছেন। যা আরও উদ্বেগ বাড়িয়েছে। এই প্রেক্ষিতে মাস্ক পরা নিয়ে নয়া বার্তা দিল কেন্দ্রীয় সরকার। যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এবার বাড়ির মধ্যেও মাস্ক পরে থাকার পরামর্শ দিল কেন্দ্র সরকার। সোমবার নীতি আয়োগের সদস্য ভি কে পাল বলেছেন, ‘বাড়িতে মাস্ক পরার সময় চলে এসেছে এখন। এই পরিস্থিতিতে বিনা প্রয়োজনে বাইরে বেরোবেন না। পরিবারের মধ্যেও বাড়িতে মাস্ক পরুন। মাস্ক পরা খুবই জরুরি। বাড়িতে কাউকে আমন্ত্রণ জানাবেন না।’ অন্যদিকে, রটে গিয়েছে, ঋতুস্রাব চলাকালীন করোনার টিকা নেওয়া যাবে না। এমনকী, ঋতুস্রাবের পাঁচদিন আগে ও পরেও ভ্যাকসিন নেওয়া উচিত নয় মহিলাদের। এই বিষয়ের সত্যতা নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। যা নিয়ে ধন্দে ঋতুমতী মহিলারা। এই প্রসঙ্গে ভি কে পাল জানিয়েছেন, ঋতুস্রাব চলাকালীন করোনার টিকা নেওয়া যাবে।
প্রতীকী ছবি।