দেশ

এখন আমাদের কাছে ভ্যাকসিন নেই, এলে জানাব, স্পষ্ট জবাব দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর

“এখন আমাদের কাছে ভ্যাকসিন নেই, আমরা কোম্পানিগুলির কাছে ভ্যাকসিন চেয়েছি, যখন আসবে তখন আপনাদের জানিয়ে দেব”, সরাসরি জানিয়ে দিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রনাথ জৈন ৷  এর সঙ্গে তিনি এও মনে করিয়ে দেন যে, ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলি নির্দিষ্ট সংখ্যক ভ্যাকসিন সরবরাহ করবে রাজ্যকে ৷ আর দু’দিন পরেই ফেজ-থ্রি-র জাতীয় ভ্যাকসিন প্রক্রিয়াকরণ শুরু হবে৷ তার আগেই ভ্যাকসিনের আশায় দিন গোনা মানুষের কাছে রাজ্যের অবস্থা পরিষ্কার করে দিলেন তিনি ৷ সোমবারই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর সরকার বিভিন্ন উৎপাদক সংস্থার কাছ থেকে 1.34 কোটি ভ্যাকসিন ডোজ পাওয়ার অনুমোদন দিয়েছে ৷ আজ ফের তিনি আধিরকারিকদের সঙ্গে বৈঠকে রাজ্যে মজুত ভ্যাকসিন নিয়ে আলোচনা করবেন ৷