কলকাতা

‘মুখ্যমন্ত্রী নিঃশর্তে ক্ষমা না চাইলে আন্দোলন চলবে’, অনড় আন্দোলনকারীরা

কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে । আসতে হবে এনআরএস হাসপাতালে । আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে হবে । তাদের অভাব-অভিযোগ শুনতে হবে । নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে হবে। তা নাহলে আন্দোলন প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে দিল এনআরএস-এর আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এবার আরও কঠোর অবস্থান নিলেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীকে নিজে এসে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নাহলে আন্দোলন প্রত্যাহার কোনওভাবেই নয়, বরং আগামিকাল থেকে গণ ইস্তফার হুমকি দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আজ এসএসকেএম-এ গিয়ে আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন। দ্রুত আন্দোলন তোলার হুঁশিয়ারিও দেন । এরপরই এনআরএস-র আন্দোলনকারী চিকিৎসকদের পরিচালন সমিতির বৈঠক বসে । সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, মুখ্যমন্ত্রীকে এনআরএস-এ এসে নিঃর্শতে ক্ষমা চাইতে হবে । হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করতে হবে ।