বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই অনুষ্ঠান আয়োজিত হয় রাজ ভবনে। এরপরেই তিনি চলে যান নবান্নে। গ্রহণ করেন গার্ড অফ অনার। তারপর বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সুত্রের খবর, রাজ্যে টিকার সরবরাহ পর্যাপ্ত নয়। এই নিয়ে উষ্মা প্রকাশ করেন মমতা। তিনি টিকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন। নবান্নে সাংবাদিক বৈঠকে এই ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। এবার কোভিড পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেখানে শয্য়া সংখ্য়া বাড়াতে এবং ভ্য়াকসিনের জোগান বাড়াতেও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন তিনি ৷ মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, রাজ্য়ে ১০ হাজার ডোজ রেমডেসিভির লাগবে প্রতিদিন ৷ তাই সেই পরিমাণ রেমডেসিভির যাতে জোগান দেওয়া যায় তার আবেদন জানানো হয়েছে ৷ তাঁর মন্তব্য, ‘রাজ্যের হাতে যা টিকা রয়েছে, সেই মজুত দিয়ে দ্বিতীয় ডোজ সুনিশ্চিত করা হবে। পাশাপাশি ১৮ ঊর্ধ্বদের টিকাকরণে দেওয়া হবে বিশেষ প্রাধান্য। কিন্তু রাজ্যের হাতে পর্যাপ্ত টিকা না থাকায় প্রধানমন্ত্রীকে টিকা চেয়ে চিঠি লেখা হয়েছে।‘এছাড়াও এদিন তিনি নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘মোদিকে চিঠি লিখেছি। আইসিসিইউ-র বেড বেড়েছে। ২৭ হাজার আছে বেড আছে। আগামী দিনে এটা ৩০ হাজার হবে।’ এদিন মোদিকে চিঠি লেখার আগেই রাজ্যে এসেছে ভ্যাকসিন। আজ সকালেই বাগবাজারে এসেছে ১ লক্ষ ‘কোভ্যাক্সিন’। রাতে আরও ৪ লক্ষ ‘কোভিশিল্ড’ আসবে বলে জানা গিয়েছে। গত ২ মে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার জন্য তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখনই তিনি জানান করোনা মোকাবিলায় সবরকম সাহায্যে করতে প্রস্তুত কেন্দ্র। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্য়মন্ত্রী যে বিষয়গুলি নিয়ে চিন্তাভাবনা করার আর্জি জানিয়েছেন তা হল-
প্রথমত, করোনা মোকাবিলা করতে যত দ্রুত প্রয়োজন টিকাকরণ প্রয়োজন ৷ তাই টিকার জোগান বাড়াতে হবে ।
দ্বিতীয়ত, রেমডেসিভির বা টোসিলিজুমাবের মতো অত্য়াবশ্য়ক ওষুধের জোগান বাড়ানোর আবেদন জানিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷
তৃতীয়ত, অক্সিজেনের চাহিদা পূরণে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷ মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, তিনি জানতে পেরেছেন ৭০ ইউনিট পি এস এ বাংলার জন্য় বরাদ্দ করা হয়েছে ৷ তাই সেগুলি বসানোর জন্য় পদ্ধতিগত বাধা যাতে দ্রুত কাটিয়ে ওঠা যায় তার আবেদন করেছেন ৷