তারকা প্রার্থীদের নিয়ে আগেই তিনি কুরুচিকর আক্রমণ শানিয়েছেন। চতুর্দিকে তার জেরে নিন্দা, ছিঃ ছিঃ রব পড়ে গিয়েছে। তাতে অবশ্য হেলদোল নেই ত্রিপুরার প্রাক্তন রাজ্যপালের। উল্টে আবার বাংলায় দলের হারের জন্য তিনি এবার প্রকাশ্যেই কাঠগড়ায় তুললেন দলেরই রাজ্য নেতৃত্বকে। শুধু তাই নয়, নাম না করেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে এবার ‘ক্লাস এইট পাশ ফিটার মিস্ত্রি’ বলে আক্রমণ শানালেন তিনি মানে তথাগত রায়। শুধু তাই নয়, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা দলবদলু নেতাদের এবার ‘জঞ্জাল’ বলেও কটাক্ষ হেনেছেন। সঙ্গে বলেছেন, দলের পুরানো নেতাকর্মীদের না ফেরালে বাংলায় বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাঁর এহেন বৈপ্লবিক ভূমিকায় আবারও শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও এবার তাঁকে দিল্লি তলব করেছে।