বিজ্ঞান-প্রযুক্তি

আগামী মাস থেকে আর ফ্রী নয় গুগল ফটোস

১৫ জিবি পেরিয়ে গেলে প্রতি ১০০ জিবির জন্য প্রতি মাসে ১৪৬ টাকা

এতদিন গুগল ফটোসের ফ্রী ক্লাউড স্টোরেজে আপনি আপনার ছবি গুলি স্টোর করতে পারতেন। কিন্তু এবার থেকে তার জন্য গ্যাঁটের কড়ি খরচ করতে হবে। আনলিমিটেড স্টোরেজের এই সুবিধা এবার শেষ হতে চলেছে। টেক জায়েন্ট গুগল ইতিমধ্যেই ঘোষণা করেছে, আগামী পয়লা জুন থেকে গ্রাহকরা গুগল ফটোসের জন্য শুধু ১৫ জিবি স্টোরেজই  ফ্রীতে পাবেন। এর বেশি প্রয়োজন হলে, টাকা দিয়ে স্টোরেজ কিনতে হবে। গুগল জানিয়ে দিয়েছে, ১৫ জিবি পেরিয়ে গেলে প্রতি ১০০ জিবির জন্য প্রতি মাসে ১৪৬ টাকা দিতে হবে। আর এক বছরের জন্য সাবস্ক্রিপশন করলে এই প্যাকেজে দাম পড়বে ১৪৬৪ টাকা । তবে গুগল পিক্সেল ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হবে না। তাঁরা আগের মতোই ফ্রী স্টোরেজ পাবেন।