দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও ১ সপ্তাহ বৃদ্ধি হল। ১৭ মে ভোর ৫টা পর্যন্ত চলবে লকডাউন। পাশাপাশি জানিয়ে দিলেন, এবার লকডাউন আরও কড়া। কেজরিওয়াল স্পষ্ট বলে দিলেন, সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ। তাঁর কথায়, ‘সংক্রমণের হার একটু কমেছে। তবু আমরা ঢিলেমি দিতে পারি না। আমাদের লকডাউনের মেয়াদ বাড়াতে হবে।’ এপ্রিলের মাঝামাঝি দিল্লিতে সংক্রমণের হার ছিল ৩৫ শতাংশ। এখন তা নেমে দাঁড়িয়েছে ২৩ শতাংশে। চিকিৎসকরা বলছেন, এই হার কিন্তু আশাজনক নয়। সংক্রমণের হার আরও কমাতে হবে। তাই এই নিয়ে চতুর্থ সপ্তাহে পড়ছে রাজধানীর লকডাউন।
তবে এবার আরও কড়া নিয়ম জারি হল –
• এতদিন দিল্লি মেট্রো চলছিল। এবার তাও বন্ধ রাখছে কেজরিওয়াল সরকার।
• ভাড়া বাড়ি বা হলে বিয়ে করা যাবে না
• বাড়িতে বা কোর্টে বিয়ে করতে পারবে লোকজন। তবে ২০ জনের বেশি অতিথি ডাকা যাবে না।
• ডিজে, মণ্ডপ বাঁধা বা কেটারিংয়ের ব্যবস্থা করা যাবে না। এসবের জন্য আগাম টাকা গ্রাহক দিয়ে থাকতে তাঁকে তা ফেরাতে হবে। নয়তো পরে অন্য তারিখে সেই আয়োজন করে দিতে হবে।
সংক্রমণের চেন ভাঙতেই এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই লকডাউনের সময় তারা দিল্লির স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে নজর দিয়েছে। দিল্লিতে মূলত অক্সিজেনের ঘাটতি ছিল। কেন্দ্রের সহায়তায় সেই ঘাটতি এখন পূরণ হয়েছে।
এই অক্সিজেনের জোগান নিয়ে দিল্লি হাইকোর্টে মুখ পোড়ে মোদি সরকারের। আইনি লড়াই চরমে ওঠে। বিষয়টিতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয়, নির্ধারিত অক্সিজেন রোজ দিল্লিকে জোগান দিতেই হবে। ১২ সদস্যের টাস্ক ফোর্স গড়ারও নির্দেশ দেয়। তার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কেজরিওয়ালের আশা, টিকার ঘাটতি নিয়েও যথাযথ সাহায্য করবে কেন্দ্র।