এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির রেশ এবার সারা দেশে ছড়িয়ে পড়ল। যার জেরে চিকিৎসা পরিষেবা কার্যত শিকেয় উঠল দেশ জুড়ে। সরকারি–বেসরকারি মিলিয়ে প্রায় ১ লক্ষের বেশি চিকিৎসক শুক্রবার থেকে কর্মবিরতিতে অংশ নিয়েছেন। কলকাতায় জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদেই এই পদক্ষেপ করা হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ–সহ অন্যান্য রাজ্যের চিকিৎসকরা কর্মবিরতিতে যাওয়ায় হাহাকার পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এনআরএস হাসপাতালের সুপার, প্রিন্সিপাল ইস্তফাপত্র দিয়েছেন। ফরেনসিক মেডিসিন বিভাগের পাঁচজন চিকিৎসক পদত্যাগ করেছেন। সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে ১৮ জন চিকিৎসক পদত্যাগ করেছেন বলে খবর।