রুটিন ট্রেনিং চলাকালীন পঞ্জাবের মোগায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান৷ দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, রুটিন ট্রেনিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমানটি৷ ঘটনায় স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বায়ুসেনা৷ জানা গিয়েছে শুক্রবার ভোর একটা নাগাদ ঘটনাটি ঘটে। পঞ্জাবের মোগার ভগপুরানাক লঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। এই বিষয়ে বায়ুসেনার তরফে একটি টুইট করে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়। টুইটে বায়ুসেনার তরফে লেখা হয়, ‘পশ্চিম সেক্টরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়ে আইএএফ-এর বাইসন বিমান। পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীকে মারাত্মক ভাবে আহত হয়ে মারা যান। আইএএফ এই মর্মান্তিক ক্ষতির জন্য শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে আছে।’