কলকাতা

দুই বিচারপতির মতভেদ, শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর, থাকতে হবে গৃহবন্দি

 শর্তসাপেক্ষে জামিন পেলেন চার হেভিওয়েট নেতা। জামিন মঞ্জুর সংক্রান্ত মামলায় ২ বিচারপতির মতভেদ। তার জেরেই এই সিদ্ধান্ত কোর্টের। আপাতত হাইকোর্টের নির্দেশে তাঁরা গৃহবন্দি থাকবেন বলে নির্দেশ দিয়েছে আদালত। আপাতত জেল হেফাজত থেকে মুক্তি পাচ্ছেন তাঁরা। নারদায় অন্তর্বর্তী জামিন মঞ্জুরের জটিলতা। জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি অরিজিত্‍ ব্যানার্জি, অন্যদিকে জামিন মঞ্জুরের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাই আপাতত জেল হেফাজত থেকে মুক্তি পেলেও গৃহবন্দি অবস্থায় থাকতে হবে চারজনকে। হাইকোর্টের তৃতীয় বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত এই রায় বহাল থাকবে। নতুন বেঞ্চ যতক্ষণ না গঠিত হবে, ততক্ষণ আপাতত তাঁরা গৃহবন্দি অবস্থায় থাকবেন। তারপর এই মামলার শুনানিতে যা রায় হবে সেই অনুযায়ী মামলার গতিপ্রকৃতি নির্ধারিত হবে। তবে আপাতত এই মামলার শুনানি এখনও চলছে। দুই বিচারপতি নিজেদের মধ্যে কথাবার্তা চালাচ্ছেন। চূড়ান্ত রায় এখনও আসেনি।