একুশের বিধানসভা ভোটে বাংলায় ভরাডুবি হয় বিজেপির। আর ভোটের ফল প্রকাশ হতেই একাধিক দলবদলু নেতারা অনেকেই প্রকাশ্যেই বিজেপি ত্যাগের ঘোষণা করেন। আবার অনেক হেভিওয়েট নেতা মুখে না বললেও সোশ্যাল মিডিয়ায় বেসুরো গাইছেন। তৃণমূল নেত্রীর প্রশংসাও করছেন তাঁরা। এবার বেসুরোদের এহেন আচরণে ক্ষুব্ধ লকেট চ্যাটার্জি। বেসুরোদের উদ্দেশে বার্তা দিতে চাইলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন সিঙ্গুর ও পোলবায় বজ্রপাতে মৃতদের বাড়িতে যান লকেট। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, ‘যাঁরা বেসুরো গাইছেন, তাঁরা যে বেসুরো হবেন তা আগে থেকেই টের পাচ্ছিলাম। যাঁরা যেতে চান তাঁরা বিদায় নিন। তাঁরা স্বার্থ নিয়ে দলে এসেছিলেন।” তাঁকে প্রশ্ন করা হয়, প্রবীর ঘোষালের সুরটাও কেমন যেন ঠেকছে। জবাবে লকেট বলেন, ‘যাঁরা চাইছেন তাঁরা সবাই তাড়াতাড়ি বিদায় নিন। ভারতীয় জনতা পার্টির কর্মীরা ফের নতুন করে লড়াই করবে।’