দেশ

নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন সচিব অনুপ চন্দ্র পাণ্ডে

নয়াদিল্লি: নতুন নির্বাচন কমিশনার হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন সচিব অনুপ চন্দ্র পাণ্ডে। রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ অনুপ চন্দ্র পান্ডেকে নতুন নির্বাচন কমিশনার (ইসি) হিসাবে নাম দিয়েছেন। সুশীল চন্দ্রকে এপ্রিলে প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে উন্নীত করার প্রেক্ষিতে ১৩ ই এপ্রিল থেকে একটি নির্বাচন কমিশনারের পদ শূন্য ছিল। পান্ডের নিয়োগের ফলে তিন সদস্যের কমিশন হিসাবে পোল প্যানেলকে তার পুরো শক্তি ফিরিয়ে দেওয়া হবে। আইন মন্ত্রকের আইন বিভাগটি বলেছে যে অনুপ চন্দ্র পান্ডেকে ইসি হিসাবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আগামী বছরে গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে নির্বাচন রয়েছে। যা সামলাবেন অনুপ চন্দ্র পাণ্ডে।