আজ থেকেই নিম্নচাপ ও প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। এই পর্বে রবিবার পর্যন্ত কোথাও হাল্কা, কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জি সি দাস জানিয়েছেন, এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের বাকি অংশ ছাড়াও পূর্ব ভারতেও বর্ষাকে টেনে আনবে। নিম্নচাপের অভিমুখ ওড়িশার দিকে থাকায় ওই রাজ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে এর জেরে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়ায় আজ দুপুরের পর আকাশ মেঘে ঢেকে যাবে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ার আশঙ্কা থাকায় বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, বৃষ্টির সঙ্গে জোরালো হাওয়াও বইতে পারে। এদিকে, কাল শুক্রবার ভরা কোটাল থাকায় ফের জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে উপকূলের জেলাগুলিতে। একইসঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।