বিপর্যয় যেন বাংলার পিছু ছাড়ছে না কিছুতে। আফটার শকের মতো চলছে একের পর এক টর্নেডো । বৃহস্পতিবার সকালে ফের টর্নেডো হানা দিল রাজ্যে। এবার ঘটনাস্থল সাগরদ্বীপের মন্দিরতলা এলাকায়। এদিন সকালে আচমকা এলাকা লাগোয়া হুগলি নদীতে পাক খেয়ে আকাশের দিকে উঠতে লাগল জল। নদীর জল ৩০ ফুট উপর পর্যন্ত উঠে যায়। তীরের দিকে ক্রমশ ধাবমান টর্নেডোকে দেখে বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এভাবে হুগলি নদীতে আধঘণ্টা ধরে দৌড়াত্ম দেখিয়ে আচমকাই মিলিয়ে যায় সে। নদী থেকে স্থলভাগে না ঢোকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা। তবে আতঙ্কে আছে বাসিন্দারা। টর্নেডো-র পরই সাগরে শুরু হয়েছে বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবারই প্রশাসন লাল সতর্কতা জারি করে। মৎসজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।