হক জাফর ইমাম, মালদা: স্বামীকে খুনের দায়ে যাবজ্জীবণ কারাদন্ডে দন্ডিত হলেন স্ত্রী সহ প্রেমিক। বৃহস্পতিবার অ্যাডিশনাল সেশন চতুর্থ আদালতে এই রায় ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোট চত্বর। ঘটনার বিবরণ দিতে গিয়ে সরকারি আইনজীবী মহম্মদ ইকবাল আলম আফজা জানান,২০১৭ সালের ১৫ অগাস্ট গভীর রাতে ঘটনাটি ঘটেছিল পুরাতন মালদার ঘুমাদিঘি গুণগাঁও গ্রামে। ওইদিন খুন হয়ে যান জানু রাজবংশী নামের এক ৩৫ বছরের যুবক। ওইদিন রাতে ঘুমন্ত অবস্থায় মাথায় শাবল দিয়ে আঘাত করে এবং মুখে বালিশ চাপা দিয়ে খুন করেন স্ত্রী আফিকা রাজবংশী ও তার প্রেমিক সঞ্জয় রাজবংশী। এরপর প্রমাণ লোপাটের চেষ্টায় মোটর সাইকেল সহ জানুর মৃতদেহ ফেলে আসা হয় জাতীয় সড়কের ধারে। পরদিন পুলিশ মৃতদেহ উদ্ধার করে একটি দুর্ঘটনার মামলা দায়ের করে। কিন্তু ময়নাতদন্তে উঠে আসে জানুকে খুন করা হয়েছে। এরপরেই তদন্তে নামে পুলিশ। প্রকাশ্যে আসে অবৈধ প্রেমের ঘটনা। প্রথমে গ্রেফতার করা হয় সঞ্জয়কে। পরে গ্রেফতার করা হয় স্ত্রী আফিকাকে। ৩০২, ২০১, ৩৪ আইপিসি ধারায় শুরু হয় মামলা। দীর্ঘ তিন বছর পর ১৭ জনের সাক্ষীর সাক্ষ্যদানের পর বুধবার সঞ্জয় ও আফিকাকে দোষী সাব্যস্ত করেন বিচারক ভবানী শংকর শর্মা। বৃহস্পতিবার অভিযুক্তদের যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন বিচারক।