দিল্লি সফরের আগে কড়া ভাষায় চিঠি দিলেন রাজ্যপাল। সেই চিঠিতে একদিকে যেমন হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। তেমনই গত ১৭ মে সিবিআই দপ্তরে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। ওই দিনের ঘটনাপ্রবাহকে ‘গণতন্ত্রে নজিরবিহীন’ বলে কটাক্ষ করেছেন ধনকড়। তবে ধনকড়ের এই চিঠি নিয়ে জবাব দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রদপ্তর। অভিযোগ খারিজ স্বরাষ্ট্র দফতরের। তাদের দাবি, ‘কাল্পনিক তথ্যের ভিত্তিতে এই চিঠি লিখেছেন রাজ্যপাল। তাঁর ভূমিকা দেখে আমরা বিস্মিত।’ মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি এভাবে প্রকাশ্যে আনা ‘অনুচিত’ বলেও দাবি করেছে স্বরাষ্ট্রদপ্তর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘বিজেপি বান্ধব’ ধনকড়কে উপযুক্ত জবাব দিয়েছে রাজ্য সরকার। সস্তায় প্রচারের লোভে যেভাবে একজন বাংলার কুত্সায় নেমেছে অবাঙালি রাজ্যপাল তার যোগ্য জবাব দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল।’