সম্প্রতি একটি ১৮৩ পেজের হলফনামায় মোদি সরকার সুপ্রিম কোর্টকে ক্ষতিপূরণ নিয়ে জানান। কেন্দ্রের দেওয়া সেই হলফনামায় বলা হয়েছে দেশে কোভিডে মৃতদের পরিবার কিছু ৪ লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়। এতে যারা অন্য রোগে মারা যাচ্ছেন তাদের প্রতি অবিচার করা হবে৷ পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিপূরণ শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে দেওয়ার নিয়ম রয়েছে৷ সম্প্রতি দুই ব্যক্তি করোনায় মৃতদের পরিবারের জন্য কেন্দ্রের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানান। এ দিন শীর্ষ আদালতের শুনানি শুরু হলে কেন্দ্রের তরফে ১৮৩ পাতার হলফনামা জমা দেওয়া হয়। তাতে জানানো হয়, দেশে এখনও অবধি সংক্রমণে ৩.৮৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। আগামিদিনে তা আরও বাড়তে পারে। এই আর্থিক চাপের মাঝে কেন্দ্রের পক্ষে এত সংখ্যক মানুষকে ক্ষতিপূরণ দেওয়া অসম্ভব।