দেশ

মমতার লড়াই আর বাঙালির প্রতিরোধই আজ দেশের অনুপ্রেরণাঃ উদ্ধব ঠাকরে

মুম্বই: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মুখে। উদ্ধব ঠাকরে বলছেন, যখনই যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিপন্ন হয়েছে গোটা দেশকে পথ দেখিয়েছে বাংলা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত আসলে উদ্ধব ২০২৪- এর মহারণে বিরোধী ঐক্যের মাল গাঁথছেন এই ভাবেই, এখন থেকেই। পাশাপাশি বৃহৎ মুম্বাই কর্পোরেশন নির্বাচনের আগে কংগ্রেসকেও একটা বার্তা দিতে চাইছেন তিনি, চাইছেন একক প্রদর্শনী, যা হবে ভবিষ্যতের লিটমাস টেস্ট। উদ্ধব এদিন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করেছেন এবং একাই বাংলার নির্বাচনে জয় হাসিল করেছেন। যাবতীয় কুমন্তব্য এবং আক্রমণের বিরুদ্ধে বাঙালি তাদের ইচ্ছাশক্তিকে প্রমাণ করেছে। স্বাধীনতার মন্ত্র বন্দেমাতারাম-কেই যেন নতুনভাবে উজ্জীবিত করেছে বাংলার এই লড়াই। বাঙালি দেখিয়েছে স্বাধীন হতে গেলে কী প্রয়োজন।” বলাই বাহুল্য উদ্ধব কেন্দ্রর চাপের মুখে আঞ্চলিক শক্তিগুলির বা রাজ্যগুলির স্বাধীনতার কথা বলছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, বাংলা এবং বাঙালির আবহমান প্রতিরোধের ইতিহাসের কথাও উদ্ধবের মন্তব্যে উঠেছে। তিনি বলছেন, “যখনই আঞ্চলিক শক্তি বিপদগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো চাপের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের একলা চলো রে নীতি উদাহরণ হয়ে থেকেছে। সব ধরনের আঘাত নেমে এসেছে বাংলায় কিন্তু বাঙালির পক্ষে সকলে দাঁড়িয়েকছে। বাংলাই দেখিয়ে দিয়েছে কী ভাবে আঞ্চলিক শক্তিকে জিইয়ে রাখতে হয়।”