দেশ

সামনেই বিধানসভা নির্বাচন, প্রতি মাসে উত্তরপ্রদেশ যাবেন মোদি-শাহ-নাড্ডারা

সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। বাংলায় বড় হারের ফলে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না বিজেপি। সূত্রের খবর, পরের মাস থেকেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব উত্তরপ্রদেশে রাজনৈতিক প্রচারে যাওয়া শুরু করবেন। এই তালিকায় আছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। জানা যাচ্ছে, তাঁর লোকসভা কেন্দ্র বারাণসীতে এবার থেকে প্রতি মাসে অন্তত একবার যাবেন তিনি। প্রসঙ্গত, করোনার বিধিনিষেধের ফলে বহুদিন বারাণসী তথা যোগীর রাজ্যে যাননি প্রধানমন্ত্রী। কিন্তু ভোট বড় বালাই।
দেশের সবথেকে বড় বিধানসভা যোগী আদিত্যনাথের রাজ্যে। মোট আসন সংখ্যা ৪০৩। লোকসভা নির্বাচনের জন্য, এই বিধানসভা নির্বাচন সবদিক থেকেই গুরুত্বপূর্ণ। জানা গেছে, গেরুয়া শিবিরের সাধারণ সম্পাদক বি এল সন্তোষ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত রাধামোহন সিংকে নিয়ে সোমবার ফের রাজধানী লখনৌতে যাবেন। সেখানে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করবেন তাঁরা। যোগীর নেতৃত্বেই পরবর্তী নির্বাচনে লড়বে বিজেপি, তা মোটামুটি নিশ্চিত। এ সংক্রান্ত ঘোষণা করে দেওয়া হবে ডিসেম্বরে। তবে প্রস্তুতি শুরু এখন থেকেই। সূত্রে খবর, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবার থেকে প্রতি মাসে উত্তরপ্রদেশে যাবেন।