কলকাতা

রাজ্যপাল দিল্লি থেকে ফেরার পরই ফের নালিশ জানাতে রাজভবনে শুভেন্দু

শনিবারই দিল্লি সফর সেরে কলকাতায় ফিরেছেন রাজ্যপাল জনগদীপ ধনকড়। আর রবিবারই তাঁর সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সন্ধেয় উভয়ের সাক্ষাৎ হয়। শুভেন্দু তাঁকে ফের রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে নালিশ জানান বলে টুইটে জানিয়েছেন ধনকড়। ইতিমধ্যেইএই একই ইস্যুতে বেশ কয়েককবার তাঁর সঙ্গে দেখা করলেন শুভেন্দু। রাজ্যপালের সঙ্গে দেখা করে শুভেন্দু অভিযোগ করেন, এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি সবচেয়ে খারাপ। মানবাধিকার লঙ্ঘিত হয়েই চলেছে। বিরোধী দলের কর্মী, সমর্থকদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে জেলবন্দি করা হচ্ছে। নতুন সরকার নির্বাচিত হওয়ার পর এর চেয়ে খারাপ পরিস্থিতি আগে কখনও হয়নি পশ্চিমবঙ্গে, একথাও মনে করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে তাই তাঁর আবেদন, এ বিষয়ে সাংবিধানিক প্রধান হিসেবে তিনি যেন হস্তক্ষেপ করেন। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছে। 

https://twitter.com/i/status/1406608877794193408
https://twitter.com/jdhankhar1/status/1406609959039557639