কলকাতা

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি ধরাল কেন্দ্রীয় সরকার

সদ্য ২দিন আগেই প্রয়াত হয়েছেন মা, তার মাঝেই রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল মোদি সরকার। চিঠি দিয়েছে কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রক। এবারের এই করা চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে, যে শোকজের ভিত্তিতে তাঁর দেওয়া জবাবে খুশি নয় কেন্দ্র। আগামী ৩০ দিনের মধ্যে আবার জবাব দিতে বলা হয়েছে। চিঠির মাধ্যমে বা সশরীরে গিয়ে জবাব দেওয়া যেতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। সোমবারই কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরের তরফে জানানো হয়, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অল ইন্ডিয়া সার্ভিস রুলসের ৮ নম্বর ধারা অনুযায়ী তাঁকে চিঠি দেওয়া হয়েছে। সেখানেই শৃঙ্খলাভঙ্গের উল্লেখ রয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এই চিঠির উত্তর দিতে হবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে। এমনকী আলাপন বন্দ্যোপাধ্যায়ের তরফে জবাব না পাওয়া গেলে একতরফা পদক্ষেপ করা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তর। আর এই বিষয়ে তাঁকে কিছুই জানানো হবে না, অর্থাত্‍ আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরকালীন যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে তাতে কোপ ফেলার প্রচ্ছন চক্রান্ত করেই এই চিঠি দিয়েছে কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রক।