জেলা

ফের গেরুয়া শিবিরে ভাঙন, নেড়া হয়ে প্রায়শ্চিত্ত করে তৃণমূলে ফিরলেন আরামবাগের ৫০০ জন বিজেপি কর্মী

ফের বিজেপি শিবিরে ভাঙন। এবার আরামবাগ নেড়া হয়ে প্রায়শ্চিত্ত করে সাংসদ অপরূপা পোদ্দারের হাত ধরে তৃণমূলে ফিরলেন প্রায় ৫০০ জন বিজেপি কর্মী। মঙ্গলবার তৃণমূলে ফিরলেন আরামবাগের ৫০০ বিজেপি কর্মী। এদিন তাঁরা প্রত্যেকে নেড়া হন। জানা গিয়েছে, বিজেপিতে গিয়ে ভুল করেছিলেন, তার প্রায়শ্চিত্ত স্বরূপ নেড়া হয়েছেন ওই কর্মীরা। ফিরে এসেছেন তৃণমূলে। এ বিষয়ে সাংসদ অপরূপা পোদ্দার বলেন, “ভোটের আগে কর্মীদের ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন প্রত্যেকে ভুল বুঝতে পারছেন তাই ফিরে আসছেন। আর প্রত্যেকে স্বেচ্ছায় প্রায়শ্চিত্ত করার জন্য নেড়া হয়েছেন।”