১১ রানে আফগানিস্তানকে হারিয়ে, বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখল ভারত। তুলনামূলক সহজ প্রতিপক্ষ আফগানিস্তানকে হারাতে বেশ বেগ পেতে হলেও শেষ পর্যন্ত দুরন্ত বোলিং ম্যাচ ছিনিয়ে নেয় ভারত। ২টি করে উইকেট নিয়ে বুমরাকে যোগ্য সঙ্গত দেন চাহাল ও হার্দিক পান্ডিয়া । বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক সহ ৪টি উইকেট নেন মহম্মদ শামি। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মহম্মদ নবি । ২২৫ তাড়া করলেই চলতি বিশ্বকাপে প্রথম জয় আসবে আফগানদের ঝুলিতে। এই অবস্থায় ব্যাট করতে নেমে ভারতীয়দের ভালো বোলিংয়ের জেরে প্রথমেই চাপে পড়েন গুলবদিনরা । ২২৫ তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে মাত্র ৩৭ রান তোলেন আফগানরা । প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত প্রথম স্পেল মহম্মদ শামির । ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে আফগানদের প্রথম উইকেটটি তুলে নেন তিনি । শেষ ওভারে মহম্মদ নবির উইকেট সহ হ্যাট্রিক নেন শামি । অপর ওপেনার গুলবদিনকে ফেরান হার্দিক । এর পর ২৮তম ওভারে রহমত শাহ ও হাশমাতুল্লা শাহিদিকে আউট করেন বুমরা ।