জেলা

হামলার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা

আজ বাঁকুড়ার পাত্রসায়র এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিসবাহিনী। শনিবার শুভেন্দু অধিকারীর জনসংযোগ যাত্রায় পাত্রসায়রের কাঁকরডাঙা মোড়ে হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিজেপির মন্ডল সভাপতি তমালকান্তি গুঁইকে। ঘটনায় জখম তিনজনের মধ্যে গুলিবিদ্ধ অষ্টম শ্রেণির ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। মন্ডল সভাপতিকে ছেড়ে দেওয়ার দাবিতে এলাকায় অবস্থান বিক্ষোভ করছে বিজেপি কর্মী, সমর্থকরা। শনিবার পুলিসকে লক্ষ্য করে বিজেপি কর্মীদের বোমাবাজি করে এবং পাথরবৃষ্টির জেরে জখম হয়েছেন চারজন পুলিসকর্মী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বোমা এবং প্রচুর ইট ওপাথর। বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি কর্মীরা। পাল্টা তারাই পুলিসের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে। পুলিস সূত্রের খবর, লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং রবার বুলেট ব্যবহার করা হয়েছিল কিন্তু কোনও গুলি চালানো হয়নি।