মালদা

এনআরজিএস ও বাংলার আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

হক জাফর ইমাম, মালদা: সোমবার এনআরজিএস ও বাংলার আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল, মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে। এই দিনের বৈঠকে জেলা প্রশাসনিক কর্তাদের সাথে বিভিন্ন ব্লকের বিডিও জেলা পরিষদের কর্মদক্ষ ও পঞ্চায়েত সমিতির সভাপতি অংশগ্রহণ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল প্রমূখ। বৈঠক শেষে মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, লোকসভা নির্বাচন বিধির জন্য জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ থমকে দাঁড়িয়েছিলো, রাজ্য সরকারের নির্দেশে জেলা থমকে থাকা কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে। বিশেষ করে বাংলা আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ জেলার কোন অবস্থায় রয়েছে তা জানতেই আজকের এই বৈঠক। দুর্নীতি মুক্ত উন্নয়ন কে সামনে রেখেই আমরা এগোচ্ছি। মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান এন আর জি এস ও বাংলার আবাস যোজনা কাজে কোনরূপ দুর্নীতি প্রশাসন বরদাশ্ত করবেন না। রতুয়া মহানন্দা তলার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়াও আমাদের কাছে দুর্নীতির অভিযোগজমা পড়েছে সবগুলো ক্ষেত্রেই চরম ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে।