কলকাতা

জিতেন্দ্র তিওয়ারির পুনর্গণনার আর্জি গৃহীত হল হাইকোর্টে

গত ২৯ জুন বিধানসভা ভোটের ফল পুনর্গণনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন পাণ্ডবেশ্বরের বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি । কিন্তু নিয়ম অনুযায়ী ভোটের ফলাফল বেরোনোর ৪৫ দিনের মধ্যে ইলেকশন পিটিশন করা যায় । সেই সময় সীমা পেরিয়ে যাওয়ায় তার মামলা গৃহীত হবে কিনা সেই নিয়ে সন্দেহ ছিল। কিন্তু আজ বিচারপতি রবি কিষান কাপুরের সিঙ্গল বেঞ্চে মামলাটি উঠলে বিচারপতি জানান ,তিনি মামলাটি শুনবেন। তার আগে সব পক্ষকে নোটিস দিয়ে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি । ৯ অগাস্ট তিনি মামলাটি শুনবেন । বিধানসভা ভোটের আগে আগেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি । কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে মাত্র ৩ হাজার ৮০৩ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন । বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী পেয়েছিলেন ৭৩হাজার ৯২২ টি ভোট । অপরদিকে বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি পেয়েছিলেন ৭০ হাজার ১১৯ টি ভোট । এই ফলাফলকেই চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন তিনি ।