খেলা

মোহনবাগান রত্নে ভূষিত হচ্ছেন প্রয়াত শিবাজী বন্দ্যোপাধ্যায়, বর্ষসেরা রয় কৃষ্ণ-অভিমন্যু-বিদিশা

এ বছরের মোহনবাগানরত্ন হচ্ছেন শিবাজী বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান ক্লাবের সর্বকালের অন্যতম সেরা গোলকিপারের প্রয়াণ ঘটেছে ২০১৭ সালের ১৯ ফেব্রূয়ারি। কিন্তু শতবর্ষ অতিক্রান্ত ক্লাবে তাঁর অবদানের কথা স্মরণ করে তাঁকেই ২০২১-র মোহনবাগানরত্ন সম্মান প্রদান করার সিদ্ধান্ত নিল কর্মসমিতি। বুধবার কর্মসমিতির ভার্চুয়াল সভায় আরও সিদ্ধান্ত হয়েছে বছরের সেরা ফুটবলার রয় কৃষ্ণ, সেরা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ এবং সেরা অ্যাথলিটের পুরস্কার পাবেন বিদিশা কুন্ডূ। করোনা অতিমারির জন্য ২৯ জুলাই মোহনবাগান দিবসে কোনও বড় অনুষ্ঠান হবে না। সেদিন সকালে ক্লাব লনে পতাকা উত্তোলনের পর একটি ছোট মঞ্চে সংবর্ধনা জানো হবে বিদিশা এবং শিবাজীর পরিবারকে। অভিমন্যু এখন ইংল্যান্ডে। রয় কৃষ্ণ এখন দেশে। মরণোত্তর মোহনবাগানরত্ন অবশ্য নতুন নয়। এর আগে ডাঃ তুলেরাম আও, শিবদাস ভাদুড়ি, উমাপতি কুমার, গোষ্ঠ পাল কিংবা ধীরেন দে-র মতো প্রাতঃস্মরণীয় মোহনবাগানিরা মোহনবাগানরত্নে ভূষিত হয়েছেন। তবে প্রয়াণের চার বছরের মধ্যে কাউকে মোহনবাগানরত্ন দেওয়া হয়নি।