দেশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪১ হাজার ৮০৬

গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৮১ জন। অন্যদিকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৩৯ হাজারের কিছু বেশি রোগী। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, এ পর্যন্ত দেশে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০। প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জন। আর সুস্থ হয়ে গিয়েছেন ৩ কোটি ১ লক্ষ ৪৩ হাজার ৮৫০ জন। বর্তমানে সারা দেশে চিকিৎসধীন রয়েছেন ৪ লক্ষ ৩২ হাজার ৪১ জন। এদিকে, এ পর্যন্ত মোট ৩৯ কোটি ১৩ লক্ষ ৪০ হাজার ৪৯১ জন দেশবাসীর টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। যাঁদের মধ্যে ৩৪,৯৭,০৫৮ জনের টিকাকরণ হয়েছে গত ২৪ ঘণ্টাতেই।