প্রয়াত প্রবীণ অভিনেত্রী সুরেখা সিকরি। বয়স হয়েছিল ৭৫ বছর। আজ, শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ২০২০ সালে তাঁর ব্রেন স্ট্রোকও হয়। তার আগে ২০১৮ সালেও প্যারালাইসিস অ্যাটাক হয়েছিল তাঁর। ১৯৭৮ সালে ‘কিসসা কুর্সি কা’ দিয়ে ডেবিউ করেছিলেন বলিউডে। একাধিক ধারাবাহিক ও সিনেমায় তাঁকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে। সহ-অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন তামাস (১৯৮৮), মাম্মো (১৯৯৫) এবং বাধাই হো (২০১৮) ছবির জন্য। জোয়া আখতারের ঘোস্ট স্টোরিজ-এ শেষবার দেখা গিয়েছে তাঁকে। ‘জুবায়েদা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ও ‘রেইনকোট’-র মতো ছবিতেও কাজ করেছেন। টেলিভিশনে কাজ করেছেন ‘এক থা রাজা এক থি রানী’, ‘পরদেশ মে হ্যায় মেরা দিল’, ইন্দুমতি লালা মেহরা’, ‘মহা কুম্ভ: এক রহস্য’, ‘মা এক্সচেঞ্জ’, ‘সাত ফেরে’ এবং ‘বালিকা বধূ’ ধারাবাহিকে।