কলকাতা

আগামী ২০ জুলাই মাধ্যমিকের ফলপ্রকাশ

কলকাতাঃ আগামী ২০ জুলাই মঙ্গলবার সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে এবছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। বেলা ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাবে রেজাল্ট। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়ে দিল পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়েছে, এবছর কোনও মেধাতালিকা প্রকাশ হবে না। করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আগে দেওয়া হয়নি পরীক্ষার্থীদের। মার্কশিটের সঙ্গে সেই অ্যাডমিট কার্ড তাদের দেওয়া হবে। সকাল দশটা থেকে মাধ্যমিকের ফল দেখা যাবে পর্ষদের ওয়েবসাইটে। এবছর মাধ্য়মিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষের কিছু বেশি। অ্যাডমিট কার্ড না থাকায় রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইটে ফল দেখতে পারবে পড়ুয়ারা। রাজ্যের কোভিড পরিস্থিতির কাথ মাথায় রেখে এবছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুদিন পর প্রথমে উচ্চমাধ্যমিক এবং তারপর মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা হল। বেশকিছু ওয়েবসাইট আছে যেখান থেকে মাধ্যমিকের ফলাফল জানা যাবে। সেগুলি হল- https://wbresults.nic.in , www.wbbse.wb.gov.in । এছাড়া www.exametic.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর ও ফোননম্বর আগেভাগে রেজিস্ট্রার করতে হবে। তাহলে এসএমএসের মাধ্যমে রেজাল্ট চলে আসবে রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে। এছাড়া ‘Madhyamik Result 2021’ মোবাইল অ্যাপ ডাউনলোড করে রাখলে সরাসরি ফল দেখা যাবে।