দেশ

সংসদ শুরুর আগেই প্রায় এক ঘণ্টা মোদি-পাওয়ারের বৈঠক, জল্পনা তুঙ্গে

সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করার ক্ষেত্রে শরদ পাওয়ারকে অন্যতম প্রধান সূত্রধর বলে মনে করা হচ্ছে। সেই সময়ে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত্‍ নিঃসন্দেহে তাত্‍পর্যপূর্ণ। জানা গিয়েছে, প্রায় ৫৭ মিনিট মোদি-পাওয়ার কথা হয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য শরদ পাওয়ারই সময় চেয়েছিলেন। এ দিনের বৈঠকে শরদ পাওয়ার নবগঠিত কেন্দ্রীয় সমবায় মন্ত্রক নিয়ে তাঁর কিছু আপত্তির কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে সূত্রের খবর। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে তিনি একটি চিঠিও দিয়েছেন বলে খবর। চিঠিতে এনসিপি প্রধান লিখেছেন, সমবায় ব্যাঙ্কিং ক্ষেত্রটি রাজ্যের তালিকাভুক্ত বিষয়। এ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও রয়েছে। ফলে এ বিষয়ে কেন্দ্রীয় সরকার যদি হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে তা সংবিধানের পরিপন্থী হবে বলে দাবি করেছেন পাওয়ার।